পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : ভর্তির কথা বলে প্রথম শ্রেণির প্রায় ২২ শিশুশিক্ষার্থীর নিকট থেকে ১শ টাকা করে এবং দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮০ শিশুশিক্ষার্থীর নিকট থেকে ২০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে আমড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগমের বিরুদ্ধে।
পরে বিষয়টি জানাজানি হলে ২২ শিক্ষার্থীর কাছ থেকে নেওয়া ২২শ টাকা ফেরৎ দিয়েছেন বলে জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থীর অভিভাবকরা বলেন, আমাদের কাছ থেকে ভর্তির কথা বলে ১শ টাকা করে নিয়েছেন প্রধান শিক্ষক। পরে আমরা বিষয়টি চেয়ারম্যান ও কমিটির সদস্যদের জানালে তাদের মাধ্যমে আমাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিয়েছেন।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা বেগম বলেন, খেলাধুলার জন্য ২০ টাকা করে নেওয়া হয়েছে। ১শ টাকা নেইনি। আমার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। টাকা ফেরৎ দেওয়ার কথাও অস্বীকার করেন প্রধান শিক্ষক ।

(এটি/এসপি/জানুয়ারি ৩০, ২০২০)