রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ (৩ ফেব্রুয়ারি, সোমবার) কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় চলতি এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

উপজেলার ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আশরাফ-উজ-জামান সরকার জানান, এসএসসি ৪ টি কেন্দ্রের মধ্যে রাজারহাট আদর্শ বিএল উচ্চ বিদ্যালয়ে ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন, দাখিল পরীক্ষা কেন্দ্রে রাজারহাট ফাজিল মাদ্রাসায় ৭৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ জন অনুপস্থিত এবং ভোকেশনাল কেন্দ্রে সিঙ্গেরডাবরীহাট স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্রে ২০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ জন অনুপস্থিত ছিলেন।

এছাড়া রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪০৮ জন, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫৫৯ জন, নাজিমখান স্কুল এ্যান্ড কলেজে ৫২৩ জন অংশ গ্রহন করে। সিসি ক্যামেরার আওতায় সকল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কোন পরীক্ষার্থী বহিষ্কার হয়নি।

রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আশিকুল ইসলাম মন্ডল সাবু , উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাঃ যোবায়ের হোসেন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন এবারের পরীক্ষা নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

(পিএস/এসপি/ফেব্রুয়ারি ০৩, ২০২০)