রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাংশা শাহজুঁই কামিল (এমএ) মাদরাসার ৪ তলা বিশিষ্ঠ একাডেমি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাজবাড়ী ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুত্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।

শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এর বাস্তবায়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ ভবন নির্মাণ করছে।

ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাংশা পৌর সভার সাবেক মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওয়াজেদ আলী মন্ডলের সভাপতিত্বে ৮ই ফেব্রয়ারী বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুত্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি, বিশেষ অতিথি ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম শফিকুল মুর্শেদ আরুজ, পাংশা পৌর মেয়র আব্দুল আল মাসুদ,পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বস, পাংশা উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাফর আলী, পাংশা শাহজুুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাঃ আবু মুছা আশয়ারী, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ এসময় উপস্থিত ছিলেন।

বক্তাগণ শিক্ষার পরিবেশ সুন্দর করার পাশাপাশি সুন্দর মনের মানুষ গঠনের উপর গুরুক্ত আরোপ করেন। বাবা মা শিক্ষক ও বড়দের সাথে সুন্দর ব্যাবহারের প্রতি গুরুত্ব সম্পর্কে আলোচনা করো হয়। ধর্মীয় শিক্ষার সাথে নৈতিক শিক্ষার প্রসারে এগিয়ে আসার জন্য শিক্ষকদের প্রতি আহব্বান জানানো হয়।

অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী বৃন্দ, অভিবাবক গন পরিচালনা পর্ষদের সদস্য মন্ডলী এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয় পরিচালনা করেন হোগলাডাঙ্গী এম আই কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মীর আব্দুল বাতেন ।

(এস/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২০)