লক্ষ্মীপুর প্রতিনিধি : পদ্মা নদীতে মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে সোমবার পিনাক-৬ লঞ্চ ডুবিতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চার যাত্রী নিখোঁজ রয়েছে। লঞ্চডুবির পর থেকে শুক্রবার পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ যাত্রীরা হচ্ছেন- উপজেলার চরমার্টিন এলাকার তাবলীগ জামায়াতের সদস্য মো. মুসা (৫২), মুকবুল আহাম্মদ (৫২), চরফলকন এলাকার মো. ছাইদুল হক (৬৭) ও চরকাদিরা এলাকার আনোয়ার উল্যাহ (৬৫)।

শুক্রবার ওই দুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আসা যাত্রী আনিসুল হক জানান, যাত্রীবাহী লঞ্চ পিনাক-৬ এ তিনিসহ কমলনগর উপজেলার তাবলীগ জামায়াতের ১৩ সদস্যের একটি দল ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন। মাওয়ার কাছাকাছি গেলে লঞ্চটি একদিকে কাত হয়ে পদ্মা নদীতে ডুবে যায়। এ সময় লঞ্চ থেকে লাফিয়ে ও সাঁতরিয়ে নয়জন ফিরে আসলেও অপর চারজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ আনোয়ার উল্যাহর ছেলে মাওলানা ইয়াকুব আলী জানান, তার বাবা ফরিদপুর থেকে তাবলীগ সদস্যেদের সঙ্গে ওই লঞ্চে করে ঢাকায় ফিরছিলেন। লঞ্চে উঠার আগে বাবার সঙ্গে মুঠোফোনে তার কথা হয়েছিলো। লঞ্চডুবির খবর শুনে বার বার চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

(ওএস/এইচআর/আগস্ট ০৮, ২০১৪)