নিউজ ডেস্ক : করোনাভাইরাস প্রতিরোধে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। ফলে দেশি-বিদেশি কোন পর্যটক প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভ্রমণে যেতে পারবেন না।

শুক্রবার সকাল থেকে এই নৌ-পথে সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার বলেন, ‘করোনা প্রাদুর্ভাব এড়াতে শুক্রবার সকাল থেকে এই নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে দ্বীপে যেসব পর্যটক রয়েছে তাদের ফেরত আনতে বৃহস্পতিবার সকালে টেকনাফ থেকে জাহাজ ছেড়ে গেছে দ্বীপে। যে কয়েকদিন করোনার প্রভাব থাকবে, ততদিন এই রুটের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি পর্যটক স্পটগুলোতে ভ্রমণকারীদের না আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।’

(ওএস/অ/মার্চ ১৯, ২০২০)