সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : কাপাসিয়া থানা পুলিশ করোনা ভাইরাস সর্ম্পকে সাধারণ মানুষকে সচেতন হওয়ার জন্য সপ্তাহ ব্যাপী লিফলেট বিতরন শুরু করেছে। প্রতিদিন সকালে কাপাসিয়া থানার একদল পুলিশ উপজেলার ১১ ইউনিয়নের হাট বাজার গুলোতে এ প্রচার চালাচ্ছে। 

থানা সুত্রে জানা যায়, সকালে থানার থেকে ২টি গাড়ী করে ২ ভাগে উপজেলার স্থানীয় মেম্বার চেয়ারম্যানদের সহযোগিতায় সাধারন মানুষ সচেতন করার জন্য এ ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দ্রব্যমুল্যর বিষয়ে প্রতিটি বাজারে মনিটরিং করছে পুলিশ। বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করছেন যাতে দ্রব্যমুলো বৃদ্দি না হয়। গুজবে কান না দেয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আহব্বান জানানো হচ্ছে।

অপর দিকে পুলিশের একটি দল উপজেলার বাসষ্ঠ্যান্ড মোরে, তরগাও হাসপাতাল মোরে, আমরাই বাজার, রায়েদ বাজার, সিংহশ্রী চৌরাস্তা মোরে, সিংহশ্রী বাজার, উলুশরা, বরবের মোর,টোক বাজার, বারিষাব সহ বিভিন্ন স্থানে লিফলেট ও মাক্স বিতরন এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া উপজেলার সিংহশ্রী তদন্ত ফারি পুলিশ, টোক তদন্ত ফারির পুলিশ ও বিভিন্ন এলাকায় প্রচার কাজ চালাচ্ছেন বলে সুত্র জানান।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, উপজেলার জনগনকে সচেতন করার জন্য জন্য উপজেলা ব্যাপী আমাদের এ কার্যক্রম। তিনি বলেন, দ্রব্যমুল্য যাতে স্থিতিশীল থাকে সে ব্যাপারে ও পুলিশ কাজ করছে।

(এসকেডি/এসপি/মার্চ ২৩, ২০২০)