মসজিদে মুসল্লি সীমিত রাখার অনুরোধ
নিউজ ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী শুক্রবারের জুমআ’সহ সকল জামাআতে সম্মানিত মুসল্লিগণের উপস্থিতি সীমিত রাখার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
এছাড়াও ভাইরাস সংক্রমণ হতে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে গমন না করার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের।
মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণে গোটা বিশ্বে মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে।
জনসমাগমের মাধ্যমে একজনের থেকে আরেকজনের শরীরে সহজেই ছড়ায় প্রাণঘাতী এই ভাইরাস। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশেষজ্ঞরা অন্তত এক মিটার তথা তিন ফুট দূরত্ব বজায় রাখতে পরামর্শ দিয়েছেন।
ইসলামিক ফাউন্ডেশন এই মুসল্লিদের নিরাপদ রাখতে বেশকিছু পরামর্শ দিয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাস মহামারির প্রেক্ষাপটে পবিত্র কুরআন ও সুন্নাহ্র আলোকে দুর্যোগকালীন সময়ে ইসলামের বিধি-বিধান অনুসরণের জন্য দেশের বিশিষ্ট আলেমগণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে এক বৈঠকে মিলিত হয়ে তারা জনগণের জন্য নিম্নরূপ পরামর্শ প্রদান করেছেন :
করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং মানুষের ব্যাপক মৃত্যুঝুঁকি থেকে সুরক্ষার জরুরি পদক্ষেপ হিসেবে সব ধরনের জনসমাগম বন্ধের পাশাপাশি মসজিদসমূহে জুমআ ও জামায়াতে সম্মানিত মুসুল্লিগণের উপস্থিতি সীমিত রাখতে দেশের বিশিষ্ট আলেমগণ আহ্বান জানিয়েছেন।
মসজিদ বন্ধ থাকবে না জানিয়ে করোনা ভাইরাস সংক্রমণ হতে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে গমন না করার জন্য তারা মুসল্লিদের প্রতি পরামর্শ দিয়েছেন। সরকার ও বিশেষজ্ঞগণ সতর্কতার জন্য যেসব নির্দেশনা প্রদান করছেন তা মেনে চলার জন্য তারা জনগণকে অনুরোধ জানান। অপরাধমূলক কাজকর্ম থেকে বিরত হয়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্যও তারা অনুরোধ জানান।
(ওএস/পিএস/মার্চ ২৭, ২০২০)