স্টাফ রিপোর্টার : গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পৃথক ৩টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে।

রবিবার ঢাকা মহানগর হাকিম মো. তারেক মইনুল ইসলাম ভূঁইয়া পল্টন থানায় ১৩(৩)১৩নং মামলার অভিযোগ গঠনের শুনানি ২৪ আগস্ট, একই থানায় ৪(৩)১৩নং মামলার অভিযোগ ৩ সেপ্টেম্বর এবং শাজাহানপুর থানায় ৩(৩)১৩নং মামলার অভিযোগ গঠনের শুনানি ২ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমানউল্লাহ আমান ও হাবিবুর রশীদ হাবীবসহ ৩০ নেতাকর্মী আদালতে হাজিরা দেন। কিন্তু আদালতে অধিকাংশ নেতাকর্মী হাজির না হওয়ায় বিএনপির আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে এ দিন ধার্য করে।

প্রসঙ্গত, গত বছর হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানায় ২টি ও শাজাহানপুরে ১টি মামলা করা হয়। ২ মার্চ শাজাহানপুর থানায় পুলিশ বাদি হয়ে মামলা করে। মামলা নং ৩(৩)১৩। এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

পল্টন থানায় ওই একই দিনে আরেকটি মামলা করে পুলিশ। মামলা নং ৪(৩)১৩। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

এ ছাড়া ৩ মার্চ পল্টন থানায় পুলিশ বাদি হয়ে আরও একটি মামলা করে। মামলা নং ১৩(৩)১৩। এই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

(ওএস/এইচআর/আগস্ট ১০, ২০১৪)