কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিয়াত আলী লালু মাস্টার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার বিকেল ৫ টায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৬ জন প্রার্থী মধ্যে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। ফলে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিয়াত আলী লালু মাস্টার বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোশারফ হোসেন মুসা, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী ছেকের আলী, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান রবিউল হক, ইউনিয়ন জামায়াতের পূর্ব শাখার সভাপতি ডা. রুহুল আমিন, ইউনিয়ন জামায়াতের পশ্চিম শাখার দল সদস্য আব্দুর রহিম।
এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ জানান ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা ২০১০ অনুসারে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। নিময় অনুযায়ী আজ রোববার গণবিজ্ঞপ্তির মাধ্যমে বে-সরকারী ভাবে ফল ঘোষণা করা হবে। উল্লেখ্য সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ পদ শূন্য হয়।
নিয়াত আলী লালু মাস্টার বিনা প্রতিদন্দীতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সদরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুবক্কর চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মাজেদুর আলম বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুস সাত্তার, সদরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ অভিনন্দন জানিয়েছেন।
(কেকে/এএস/আগস্ট ১০, ২০১৪)