স্টাফ রিপোর্টার : চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের যেসব বাড়িওয়ালা নিগৃহীত করছেন বা বের করে দিতে চাইছেন তাদের সম্পদের অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুদক চেয়ারম্যান এ কথা বলেন।

তিনি বলেন, আমরা নোট রাখছি, এগুলো যারা করছে তাদের বাড়ির হিসাবে আমরা গ্রহণ করব, বাড়ি কীভাবে বানালেন। তখন আমরা বিষয়গুলো খতিয়ে দেখব।

দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা স্পেসিফিক যদি জানতে পারি কোনো ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীকে বাড়ি থেকে বের করে দেয়ার মতো ব্যবস্থা নেয়া হচ্ছে, তাহলে আমরা এ সকল বাড়িওয়ালাদের বিরুদ্ধে আমাদের আওতায় যে সকল আইন আছে, সে সকল আইন আমরা প্রয়োগ করব।’

তিনি বলেন, আর কেউ যদি মনে করে আজকের দিনই শেষদিন, না, আজকের দিন শেষদিন নয়। সামনে আরও দিন আছে। আমরা নোট রাখছি।

(ওএস/এসপি/এপ্রিল ১৬, ২০২০)