স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের বিরলে করোনা পরিস্থিতি মোকাবেলায় রেশন কার্ড দেয়ার নামে এক অওয়ামীলীগ নেতা ও এক পৌর মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিবাদ করায় দোকানদারকে এলাপাথারি মারধর এবং দোকানঘর ভাংচুরও করেছে তারা।

এ বিষয়ে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিক বিষয়টি বিরল থানার থানার কাছে হস্তান্তর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। কিন্তু,তারপরও বহাল তবিয়তে থেকে ওই আওয়ামীলীগ নেতা তার বিরুদ্ধেঅভিযোগ তুলে নেয়ার জন্য নানা রকম হুমকি প্রদান করছেন।

অভিযোগে জানা গেছে, করোনা পরিস্থিতিতে দুস্থদের মাঝে রেশন কার্ডের জন্য জন প্রতি ১৪০ থেকে ২’শ করে টাকা নিয়েছে,বিরল পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ও পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর নাছরিন বেগম।স্থানীয় সোহেল, শুকুর আলী, সুফিয়া বেগম, সাবিনা ও জুয়েলসহ অনেকেই এই টাকা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে এলাকার লোকজন উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে সহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে সোহেলকে মারপিট করে ও দোকান ভাঙ্চুর করে মালামাল নষ্ট কওে ফেলে। এ সময় আব্দুল খালেক নামের অপর এক ব্যক্তিকেও বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়। এ অবস্থায় পৌরকাউন্সিলর ও ওয়ার্ড সম্পাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সোহেল রানা রোববার বিকেলে বিরল উপজেলা নির্বাহী অফিসার এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন.নির্যাতিতরা।

উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমান অভিযোগ এর সত্যতা নিশ্চিত করে জানান, থানার অফিসার ইনচার্জকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, একজন অফিসারকে বিষয়টি তদন্তের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কাউন্সিলর নাছরিন বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যাদেরকে ত্রাণ দিতে পারিনি এরকম কিছু লোক আমার বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটাচ্ছেন। যা আদৌ সত্য নয়। অন্যদিকে সহিদুল ইসলাম জানান, তালিকায় নাম না থাকা ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে অভিযোগ তুলছে।

(এস/এসপি/এপ্রিল ১৯, ২০২০)