রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পাঁচ লাখ টাকা যৌতুকের দাবীতে এক সন্তানের জননী জান্নাতুল নাঈম রিতু (২৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা শহরের  সুলতানপুর শেখপাড়ায় এ ঘটনাটি ঘটে। ওই গৃহবধুকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধু রিতু জানান, তার বাপের বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন ছোট বাহিরদিয়া গ্রামে। বাবার নাম মিজানুর রহমান। প্রায় চার বছর আগে শ্যামনগর উপজেলার নকিপুর ইউনিয়নের পশ্চিম মাহমুদপুর গ্রামের ঈমান আলী গাজীর ছেলে আবু বকর সিদ্দিকের সাথে তার বিয়ে হয়। বর্তমানে তার দুই বছরের একটি মেয়ে আছে।

পেশাগত কারেেণ তারা সাতক্ষীরা শহরের সুলতানপুর শেখ পাড়ায় থাকেন। বিয়ের পর তার স্বামী বিভিন্ন অজুহাত দেখিয়ে তার বাবার কাছ থেকে কয়েক দফায় যৌতুক হিসেবে প্রায় ১২ লাখ টাকা আদায় করে। সম্প্রতি সে আরো ৫ লাখ টাকা দাবি করে। বাবা দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সোমবার সকালে তার স্বামী আবু বকর সিদ্দিক, দেবর রুহুল কুদ্দুস ও শ্বাশুড়ি আছিয়া খাতুন মিলে তাকে ধারালো দা ও লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান জানান, আহত গৃহবধু থানায় স্বামী দেবর ও শাশুড়ির বিরুদ্ধে সোমবার বিকেলে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টার চরছে।

(আরকে/এসপি/এপ্রিল ২০, ২০২০)