স্টাফ রিপোর্টার : ভিআইপিদের উল্টো পথ দিয়ে চলাচলের বাড়তি সুবিধা না দিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বলে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।

রবিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিএ পরিচালিত সড়ক নিরাপত্তা বিষয়ক গণসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এ কথা জানান।

চালক, পথচারীসহ সর্বস্তরের জনগণের মাঝে সড়ক সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করে যোগাযোগমন্ত্রী বলেন, “কোনো ভিআইপিকে রাস্তার রং-সাইড দিয়ে চলাচলের জন্য বাড়তি সুবিধা না দিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

গত মে মাসে রাজধানীতে উল্টো পথে গাড়ি চলাচল ঠেকাতে রমনা পার্ক সংলগ্ন রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনের সড়কে স্বয়ংক্রিয় প্রতিরোধযন্ত্র বসানো হয়।

গত ২ জুন মন্ত্রিসভার বৈঠকে উল্টো পথে গাড়ি চলাচল রোধে স্বয়ংক্রিয় প্রতিরোধযন্ত্র বসানো নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আপত্তি জানান কয়েকজন মন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়ার কথা বলার পর আর এ বিষয়ে কেউ কোনো কথা বলেননি।
তবে এর কয়েকদিন পরেই স্বয়ংক্রিয় প্রতিরোধযন্ত্র সরিয়ে ফেলা হয় রাস্তা থেকে।

রোববার বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত বৈধ কাজগপত্র ও ফিটনেস না থাকা এবং মোটর সাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার না করার জন্য ১০৩টি গাড়িকে জরিমানা এবং ১২টি গাড়ি ডাম্পিং-এ পাঠায়।

এসময় উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল বশার, দেবাশীষ নাগ ও মো. সাজেদুল ইসলাম, অভিনেত্রী তানিয়া হোসেন, সঙ্গীতশিল্পী এসআই টুটুল, অভিনেতা মনির খান শিমুল ।

(ওএস/এটিআর/আগস্ট ১০, ২০১৪)