স্টাফ রিপোর্টার, দিনাজপুর : রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা,কুরুচিপুর্ণ মন্তব্য ও গুজব ছড়ানোর অভিযোগে দিনাজপুরের বিরল উপজেলা থেকে আরাফাত আলী আপেল (৩৯) নামে একজকে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করে আজ রবিবার দুপুরে গ্রেফতারকৃত আপেলকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। 

দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত)বজলুর রশিদের নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম ফোর্সসহ শনিবার রাতে বিরল থানার সাহাপাড়া থেকে আপেলকে গ্রেফতার করা হয়। আপেল ওই গ্রামের গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

দিনাজপুর থানার পরিদর্শক (তদন্ত)বজলুর রশিদ জানিয়েছেন, জিঞ্জাসাবাদে অপরাধের কথা স্বীকার করে আসামী আপেল স্বীকারক্তি দিয়েছে।অপরাধ বিষয়ে আপেলের বিরুদ্ধে কোতযালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ধারা-২০১৮ একটি মামলা হয়েছে। মামলা নং-৫।

(আরএস/এসপি/মে ০৩, ২০২০)