নওগাঁ প্রতিনিধি : রবিবার সন্ধ্যায় নওগাঁর সাপাহারে সুর সন্ন্যাসী মন্দিরে অবস্থিত একটি সন্ন্যাস (মহাদেব) মূর্তি ভাঙ্গচুর করেছে সন্ত্রাসীরা। উপজেলার গোয়ালা ইউনিয়নের আদলপুর মৌজার বট পুকুর পাড়ে অবস্থিত মন্দিরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন ও পাশ্ববর্তী ফজিলাপুর মৌজায় বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের লোকজন ওই পুকুর পাড়ে তাদের মন্দিরে যুগ যুগ ধরে প্রতি বছর বৈশাখ মাসে সন্ন্যাস পূজা করে আসছেন। এ বছর সরকারী ওই পুকুর পাড়ে অবস্থিত আম বাগানটি উপজেলার শ্রীধর বাটি ইসলামপুর গ্রামের জনৈক মুশাহাক আলী পোরশার মৌলানা ফারুক শাহের নিকট খেকে লিজ নিয়েছে দাবী করে ঘটনার দিন মুশাহাক আলী ও তার লোকজন বাগান পরিচর্জার নামে মূর্তিটি ভাংচুর করে। পরে হিন্দু সম্প্রদায়ের রাজকুমার নামে এক ছেলে ওই পুকুর পাড়ে গিয়ে দেখতে পায় তাদের সন্ন্যাস মুর্তিটি ভেঙ্গে ফেলা হয়েছে। মুর্তিটির এক হাত ভেঙ্গে ফেলেছে ও মাথা ঘুরিয়ে পিছন দিকে দিয়েছে। সে তৎক্ষনাত গ্রামে ছুটে গিয়ে লোকজকে বিষয়টি জানায়। তাদের ধারনা মুশাহাক আলীর লোকজনরাই তাদের মুর্তিটি ভেঙ্গে বিনষ্ট করেছে। মুর্তি ভাঙ্গার ঘটনায় এলাকায় হিন্দু সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাপাহার থানার অফিসার ইনচার্জ নূর ইসলাম জানান, ঘটনাস্থলের সরকারি জমি দখলকে কেন্দ্র করে এমন ঘটনার অবতারনা ঘটানো হয়েছে। তবে সোমবার দুপুর পর্যন্ত এব্যাপারে থানায় কোন অভিযোগ দেয়নি কেউ।
(বিএম/এএস/আগস্ট ১১, ২০১৪)