নীলফামারী প্রতিনিধি : ডোমার-নীলফামারী সড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ডোমার-নীলফামারী সড়কের নীলাহাটি নামক স্থানে ঢাকা থেকে যাত্রীবাহী মেহেরুন এন্টারপ্রাইজ নামে একটি নৈশকোচ ডোমার আসার পথে বিপরীত দিক থেকে রেলের সংস্কার কাজ করা ৫০-৬০ জন শ্রমিক নিয়ে একটি ট্রাক নীলফামারী যাওয়ার পথে (ঢাকা মেট্রো-অ ১৪-১৬৩৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা শ্রমিক রেজাউল করিম (৩৫), মনির উদ্দিন (৩৬), সহিদুল ইসলাম (৪০), মনু হোসেন (৩০), নিলু আহমেদ (৩৫) ও শাহ আলম (৪০) গুরুতর আহত হলে তাদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আহতরা দীর্ঘদিন ধরে চিলাহাটি থেকে সৈয়দপুর পর্যন্ত রেলের সংস্কার কাজ করে আসছে। তাদের গাইবান্ধা জেলার বনারপাড়া গ্রামে বাড়ি বলে জানা গেছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এইচআর/আগস্ট ১২, ২০১৪)