স্টাফ রিপোর্টার : পুরান ঢাকার বংশালের সিদ্দিক বাজার এলাকায় ৯৯ ও ১০১ নম্বর ভবন দুটি হেলে পড়েছে।

সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, ভবনের আশপাশ থেকে লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে।

হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।খবর পেয়ে রাজউকের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গেছেন।

মঙ্গলবার ভোরে ওই ফাটল দেখা দেয়ার পরপরই পাশের দুটি টিনশেড ঘরের মেঝেতেও চিড় ধরে বলে জানিয়েছে স্থানীয়রা।

বংশাল থানার পরিদর্শক তদন্ত আবুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, “৯৯/১ সিদ্দিকবাজারে ওই চারতলা ভবনে মঙ্গলবার ভোরের দিকে ফাটল দেখা দেয়। পুলিশ খবর পেয়ে দুর্ঘটনার শঙ্কায় বাড়িওয়ালাসহ বাসিন্দাদের নামিয়ে দিয়েছে।”

পাশের ১০১ ও ১০৩ নম্বর বাড়ির মেঝেও ফাটল দেখা দিয়েছে বলে জানান তিনি।

আবুল হাসান জানান, তারা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে খবর দিয়েছেন। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। আপাতত ভবনটিতে তালা দিয়ে রাখা হয়েছে।

(ওএস/এটিআর/আগস্ট ১২, ২০১৪)