নওগাঁ প্রতিনিধি : মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার চিত্রাংকণ প্রতিযোগিতার আয়োজন করে নওগাঁর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

বেলা পৌনে ১১ টায় এলজিইডি অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশীল কুমার দাস। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক জনকন্ঠের নওগাঁ জেলা প্রতিনিধি সরকার বিশ্বজিৎ মনি, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংবাদিক কায়েস উদ্দিন ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা তৌহিদুল ইসলাম। প্রতিযোগীতায় নওগাঁ জেলার এলজিইিডির কর্মকর্তা-কর্মচারীদের ৪০জন শিশু অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’, ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ শ্রেণীর ‘১৫ আগষ্ট : শোকার্ত স্বদেশ ‘ এবং কলেজের শিক্ষার্থীরা ‘বুক তাঁর বাংলাদেশের হৃদয়’ বিষয়ে অংকন করে।
(বিএম/এএস/আগস্ট ১২, ২০১৪)