রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার উপকুলীয় এলাকায় বেড়িবাঁধ পুণঃনির্মাণ ও সুপেয় পানির নিশ্চয়তার জন্য আগামি অর্থ বছরে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে এ কর্মসুচি পালিত হয়।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি আয়োজিত মানববন্ধন কর্মসুচি চলাকালে পথসভায় বক্তব্য দেন সংগঠণের আহবায়ক অধ্যাপক আনিছুর রহিম, সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক আলী নূর খান বাবুল, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক রঘুনাথ খাঁ, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, অ্যাড. আজাদ হোসেন বেলাল, জাসদ নেতা প্রভাষক ইদ্রিস আলী, সুধাংশু শেখর সরকার, অ্যাড. মনিরউদ্দিন, নারী নেত্রী মরিয়ম মান্নান, কলেজ শিক্ষক তপন শীল প্রমুখ।

বক্তারা বলেন, সিডোর, আইলা, ফণি, বুলবুল ও আমপানসহ বড় ধরণের ঘুর্ণিঝড়ে বারবার বিধ্বস্ত হয়েছে আমাদের সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিসহ কয়েকটি উপজেলার নদ-নদীর বেড়ি বাঁধ। ক্ষতিগ্রস্ত হয়েছে সুপেয় পানির আঁধার ও স্যানিটেশন ব্যবস্থা। এ বাঁধ সংস্কার ও সুপেয় পানির জন্য অনেক টাকা বরাদ্দ করা হলেও তা যথাযথভাবে ব্যবহার না হওয়ায় বেড়িবাঁধ রয়ে গেছে নাজুক অবস্থায়।

এ ছাড়া সংস্কার হওয়া বেড়ি বাঁধ ও সুপেয় পানির পুকুর ও টিউবওয়েলগুলো সামান্য ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপকুলীয় অঞ্চলের মানুষের দুর্গতি থামছে না। তাই আগামি অর্থ বছরে সাতক্ষীরার উপকুলীয় অঞ্চলের বেড়িবাঁধ সংস্কার ও সুপেয় পানির আঁধার নির্মাণে বাজেটে বড় অংকের টাকা বরাদ্দ করতে হবে। ওই টাকা যাতে যথাযথভাবে ব্যবহার করা চায় সে জন্য তদারকি কমিটি গঠণ করতে হবে। ওই কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক কমিটি ও সেচ্ছাসেবী সংগঠণগুলোকে সম্পৃক্ত করতে হবে।

পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে এক স্মারকলিপি পেশ করেন।

(আরকে/এসপি/জুন ০৯, ২০২০)