ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলার জাংগই গ্রামে করোনার উপসর্গ নিয়ে সাহেব আলী (৬০) নামে এক ব্যক্তি গতকাল বুধবার সকালে মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত চতু শেখের ছেলে। তিনি আনসার সদস্য পদে চাকরি করতেন।

দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুস আলী জানান, সাহেব আলী ঢাকার নায়ারনগঞ্জে কর্মরত থাকা অবস্থায় সম্প্রতি জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়ীতে আসেন। গত ৩ জুন অসুস্থ্যতার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তার এবং তার ছেলের নমুনা সংগ্রহ করা হয়। বাড়ীতে আইসোলেশনে থাকা অবস্থায় গতকাল বুধবার সকালের দিকে তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুছ সাঈদ জানান, ‘মৃত সাহেব আলী ও তার ছেলে মিলনের (৩০) নমুনার রিপোর্ট ৮দিন পর গতকাল বুধবার সকাল ১১টার দিকে আমরা হাতে পেয়েছি। সেখানে সাহেব আলীর রিপোর্ট নেগেটিভ আসলেও তার করোনার উপসর্গ ছিল। কিন্তু তার ছেলের রিপোর্ট পজিটিভি এসেছে।’

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের পরামর্শক্রমে স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তির জানাযা শেষে দুপুরে তাকে দাফন করা হয়েছে।

(এসিজি/এসপি/জুন ১০, ২০২০)