স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে বীরগঞ্জ থানার পুলিশ কনেষ্টবল মো. এনামুল হকের মৃত্যু হয়েছে। জেলায় এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো পুলিশের। 

করোনায় আক্রান্ত হয়ে এনামুলের মৃত্যু নিশ্চিত করেছেন,বীরগঞ্জ থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই মো. আকবর হোসেন।

তিনি আজ বুধবার দুপুরে জানান,থানার পুলিশ কনেষ্টবল মো.এনামুল হক (৪০) জেলার বাইরে বেশ কয়েকবার মামলার স্বাক্ষী দিতে গিয়ে অসুস্থ্য হয়ে পরে। ৯ দিন আগে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার শরীরে করোনার পজেটিভ আসে। মংগলবার রাতে খুব অসুস্থ্য হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় মাইক্রো বাস যোগে। ঢাকায় নিয়ে যাওয়ার পথে চন্দ্রা নামক এলাকায় মাইক্রোবাসেই এনামুলের মৃত্যু হয়।

উল্লেখ্য, দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম পুলিশের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৬ জনের।

এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ৩৩৮ জন।

(এস/এসপি/জুন ১০, ২০২০)