স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরে করোনায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও আক্রান্ত শনাক্ত হয়েছে ৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত ৩৮৭ জন।            

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৫ জন বলে জানিয়েছেন, দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা মো. আব্দুল কুদ্দুস।

রিপোর্ট প্রাপ্তির পর তিনি আজ শুক্রবার রাত ৯ টায় জানান, আজ নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে জেলার সদর উপজেলায় ৩ জন,চিরিরবন্দর উপজেলায় একজন এবং পার্বতীপুর উপজেলায় একজন রয়েছে।

এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ৩৮৭ জন। আর মৃত্যু হয়েছে ৭ জনের।

(এস/এসপি/জুন ১২, ২০২০)