স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে আজ রবিবার সকালে করোনার উপসর্গ নিয়ে মোস্তাফিজুর রহমান (৭০) নামে একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে। 

অন্যদিকে দিনাজপুরে গত ২৪ ঘন্টায় এক চিকিৎসকসহ নতুন করে আরও ১১জন করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত ৩৯৮জন। গত ২৪ ঘন্টায় আড়াই'শ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.মো. পারভেজ সোহেল রানা এবংং তার অফিস সহায়ক (ওই হাসপাতালের পিয়ন) মো. মোমিনুল ইসলামসহ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১১জন বলে জানিয়েছেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা মো. আব্দুল কুদ্দুস।

তিনি জানান, নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে দিনাজপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. মো. পারভেজ সোহেল রানা, তার অফিস সহায়ক মো. মোমিনুল ইসলামসহ সদরে ৪ জন, পার্বতীপুর উপজেলায় ২ জন, বিরল উপজেলায় ২ জন, বীরগঞ্জ উপজেলায় একজন, বোচাগঞ্জ উপজেলায় একজন এবং চিরিরবন্দর উপজেলায় একজন রয়েছে।

এ নিয়ে দিনাজপুরে ৩টি উপজেলা হাসপাতালের ৩ জন আবাসিক মেডিকেল অফিসার আক্রান্ত হলেন করোনায়।

আজ রবিবার সকালে ঘোড়াঘাট উপজেলায় ১ নং বুলাকিপুর ইউনিয়নের বিন্নাগাড়ী এএলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান(৭০) করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। তিনি গত ৪ দিন ধরে সর্দি-জ্বর, কাশি এবং গলা ব্যাথার ভুগছিলেন।

কারণে, গতকাল শনিবার তিনি করোনা পরীক্ষার জন্য ওসমানপুর হাসপাতালে নমুনাও দিয়েছেন। কিন্তু, রিপোর্ট আসার আগেই তার মৃত্যু হয়েছে আজ সকালে।

এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত সংখ্যা ৩৯৮জন। আর মৃত্যু হয়েছে ৭ জনের।

(এস/এসপি/জুন ১৪, ২০২০)