স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের হাকিমপুর- হিলিতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হুমাইরা নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তার সাথী হিমু (৪) নামের আরেক শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।

ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল সাড়ে দশ'টায় হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের কাদিপুর গ্রামে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলার সময় পুকুরে পানিতে পড়ে হুমাইরা ও হিমু নামের দু'টি শিশু ছটফট করছিলো। এসময় পাশের বাড়ির লোকজন দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক হুমাইরাকে মৃত ঘোষনা করে।

তবে হিমু নামে আরেক শিশু চিকিৎসকধীন রয়েছে। মৃত হুমাইরা (৬) উপজেলার কাদিপুর গ্রামের হাবিবুরের মেয়ে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজমুস সাঈদ জানান, আজ সকাল ১১টা সময় পানিতে ডুবে যাওয়া দু'শিশুকে হাসপাতালে নিয়ে আসে তাদের পরিবারের লোকজন। হাসপাতালে আসার আগে একজনের মৃত্যু হয়েছে। অন্য একজনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

(এস/এসপি/জুন ১৪, ২০২০)