জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জের চারিগ্রামের উত্তর বালিঙ্গা নিবাসী আমলা বেগম একজন বুদ্ধি প্রতিবন্ধী। পিতা-মাতা ও ভাইহীন অসহায় আমলা অন্যের বাড়ীতে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করত। জরাঝীর্ণ ঘরে কোনভাবে বেঁচে আছে আমরা বেগম। তার প্রতি লুলুপদৃষ্টি পড়ে তার একই গ্রামের আসদ আলীর ছেলে আব্দুল খালিকের। আব্দুল খালিক প্রতিবন্ধী আমলা বেগমকে জোরপূর্বক ধর্ষণ করলে আমলার ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয়। এ ব্যাপারে প্রতিবন্ধী আমলা বেগম বাদী হয়ে গত ২৪ এপ্রিল জকিগঞ্জ থানায় মামরা দায়ের করেন। পুলিশ উক্ত মামলায় তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। 

আমলার বোন বিলকিছ আক্তার জানায়, আব্দুল খালিক উত্তর বালিঙ্গা জামে মসজিদের সেক্রেটারী। এলাকায় তাহার প্রচুর প্রভাব রয়েছে। সে প্রভাব বিস্তার করে এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। আব্দুল খালিক তাকেও নানা প্রলোভন দিয়া অবৈধ সম্পর্ক গড়ার চেষ্টা করলে সে তার হাত থেকে বাঁচতে চাচাতো ভাইকে বিবাহ করতে বাধ্য হয় বলে জানায়। ৬ সন্তানের জনক আব্দুল খালিক ইতি পূর্বে ২টি বিয়ে করে।

আমলা বেগম জানান, আমলা বেগমকে কোন কিছু জিজ্ঞাসা করলে ভালো করে উত্তর দিতে কষ্ট হয় আমলা বেগম। বাচ্চাকে পরম যতনে আকড়ে ধরে আছে। এটা বুঝাতে পারে নিজেরই খাইতে পারিনা বাচ্চাকে কি খাইতে দিমু। অন্যের সাহায্য সহযোগিতায় কোন রকম বেচে আছে আমলা বেগম।

মামলার তদন্ত কর্মকর্তা নোটন রায় জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। মামলাটি সুষ্টভাবে তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

(এসপি/এসপি/জুন ১৪, ২০২০)