রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দু’জন। বৃহষ্পতিবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা সদরের অন্নের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হায়দার আলী সরদার (৪৫) সাতক্ষীরা সদরের বলাডাঙা গ্রামের বজলুর রহমানের ছেলে ও মাধবকাটি বাজার ব্যবসায়D সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহষ্পতিবার দুপুর আড়াইটার দিকে মুদি ব্যবসায়ি হায়দার আলী বাড়ি থেকে সাতক্ষীরা শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে অন্নের মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হায়দারসহ তিন মারাত্মক জখম হন। তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে হায়দার আলী মারা যান। আহতদেও মধ্যে একজনকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক প্রদীপ কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/জুন ১৮, ২০২০)