নড়াইল প্রতিনিধি : করোনা ভাইরাসে সংক্রমনের হার বৃদ্ধি পাওয়ায় নড়াইলের লোহাগড়া পৌরসভার সমস্ত এলাকা লকডাউন ঘোষনা করা হয়েছে । শুক্রবার বিকাল থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে মাইকিং করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় স্বাস্থ্য বিধি না মানায় করোনা ভাইরাসে আক্রান্তের হার দিন দিন বৃদ্ধি পাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর এলাকা শুক্রবার বিকাল থেকে লকডাউন করা হয়েছে । এ সময় কাঁচাবাজার, মুদি দোকান সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে। শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া অন্য সকল দোকানপাট বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আইন কার্যকর থাকবে বলে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র জানিয়েছেন।

(আরএম/এসপি/জুন ২৬, ২০২০)