মাগুরা প্রতিনিধি : শুক্রবার আইসোলেশন থাকা মিজানুর রহমান (৬৫) নামে করোনায় আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে। গত বুধবার তার করোনা সনাক্ত হলে তিনি বৃহস্পতিবার মাগুরা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তার বাড়ি জেলার শালিখা উপজেলার দেশমুখপাড়া গ্রামে। এদিকে নতুন করে অত্র জেলায় আজও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ৯৭ জন। যার মধ্যে এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৪৫ জন। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ৬ জনের বাড়ি মাগুরা সদরে এবং ১ জন জেলার শ্রীপুর উপজেলায়।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকা মিজানুর রহমান নামের করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তবে তিনি অন্যান্য জটিল রোগে ভুগছিলেন।

এছাড়াও জেলা সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা যায়, মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা সনাক্ত হয়েছে ৯৭ জন তাদের মধ্যে মাগুরা সদরে ৬৫ জন, শ্রীপুরে ১৫ জন, শালিখায় ৮ জন, মহম্মদপুরে ১০ জন। মাগুরা সদর, শ্রীপুর ও শালিখা উপজেলায় ১ জন। এ পর্যন্ত মোট ৩ জন মারা গেছে । এখন পর্যন্ত আক্রান্তদের ২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ৪৭ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

(ডিসি/এসপি/জুন ২৬, ২০২০)