মাগুরা প্রতিনিধি : মাগুরায় নতুন করে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল রবিবার সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ৪৬ জন। 

সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, রবিবার পাওয়া রিপোর্টে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হওয়ার মধ্যে রয়েছেন মহম্মদপুর উপজেলার নির্বাচন কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের নাজির ও সিভিল সার্জনের গাড়ির চালক রয়েছেন।

এছাড়া আক্রান্তদের মধ্যে উপজেলায় সদর ১১ জন, শ্রীপুর ৩ জন, মহম্মদপুরে ৪ জন ও শালিখা উপজেলায় ১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪৬ জন। আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। জেলায় করোনায় ৩ জন মারা গেছে।

এদিকে চালকের শরীরে করোনা শনাক্ত হওয়ায় সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

(ডিসি/এসপি/জুন ২৮, ২০২০)