সিরাজগঞ্জ প্রতিনিধি : হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে চলন্ত পিকআপ ভ্যানে আগুন ধরে পুড়ে গেল প্রায় সাড়ে আট হাজার মুরগীর বাচ্চা। খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ডিফেন্স স্ট্রেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

রবিবার রাত ৯টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া এলাকায় হাটিকুমর এ ঘটনা ঘটে।

তাড়াশ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স স্ট্রেশনের লিডার আব্দুলাহ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তাড়াশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্ট্রেশন সুত্রে জানা গেছে, যশোরের সিডি বাংলাদেশ মুরগির বাচ্চা হ্যাচারী থেকে সাড়ে ১২ হাজার বাচ্চা নিয়ে একটি পিকআপ ভ্যান বগুড়ার ফুড ভিলেজ এলাকার আরেকটি হ্যাচারীতে যাচ্ছিল।

পথের মধ্যে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া নামক স্থানে ওই পিকআপ ভ্যান পৌছিলে গাড়ির ওয়ারিং ত্রুটির কারণে গাড়িটিতে আগুন লেগে যায়। আগুনে ওই গাড়িতে রাখা প্রায় সাড়ে ৮ হাজার মুরগির বাচ্চা পুড়ে মারা যায়। যার ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

গাড়ির চালক মানিক মিঞা জানান, মুরগির বাচ্চাগুলোর মালিক নোয়াখালী জেলার রিংকু হোসেন।

(এমএস/এসপি/জুন ২৯, ২০২০)