আমি তো কেবলি

আমি তো কেবলি জানি ঘোর অন্ধকার
আকাশের মত যার বিপুলা ভার
তার নিচে মরা ঘাস সবুজের ভিড়ে
কেউ কেউ শোক করে, কেউ আহারে!

আমি তো কেবলি দেখি শকুনের চিৎকার
দেহ থেকে বেরিয়ে খায় আমারি স্বাদু হাড়
রক্তাক্ত ঠোঁটের আড়ে তার বক্র হাসি
স্বপ্নের ছলে কহে, তোরে ভালোবাসি!

আমি তো কেবলি থাকি নিজেরে লয়ে
নিজের প্রাণের কাছে হয়ে করজোড়ে;
সিক্ত হৃদে শুধাই শুধু রাখিও মোরে
অনেক কবরের ভিড়ে, নিজ মাংস খেয়ে!

আমি তো কেবলি মরি মরণের ভয়ে
কিংশুক মৃত্যুর ফণা ক্রমে ধেয়ে আসে
যে সাপ যে নিজেরেও খায় অনায়াসে
তারে কি বলা যায় আর কিই বলার আছে?