মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে নতুন আরো ২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ২০ জন, রাজৈরে ৪ জন এবং শিবচর উপজেলায় ৩ জন। 

এ নিয়ে সোমবার বিকেল পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৭৮ জন। গত ২৪ ঘন্টায় ৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ৬৩২ জন। মোট মৃত্যুবরণ করেছেন ১৫ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, গত ৯ ও ১০ জুলাই সংগৃহীত নমুনার ১০৭ জনের ফলাফল আসে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ২৭ জনের করোনা ভাইরাস পজেটিভ এবং বাকীগুলোর নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।
এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯৭৮ জন এবং গত ২৪ ঘন্টায় আরো ৯জনসহ সুস্থ হয়েছেন ৬৩২জন। এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন ১৫জন।

উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা হলো সদর উপজেলায় ৩৭২, রাজৈরে ২৮৭, কালকিনি উপজেলায় ১৭১ এবং শিবচর উপজেলায় ১৪৮ জন। বর্তমানে ৩০৪ জনকে হাসপাতলের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন শনাক্ত ২৭ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ।

(এএস/এসপি/জুলাই ১৩, ২০২০)