ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে এক গৃহবধূকে অপহরণের চেষ্টাকালে তিন অপহরণকারীকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ কর‍া হয়।

বুধবার বিকেলে ধামরাইয়ের জয়পুরা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেলে উপজেলার কালামপুর বাজারের আনোয়ার হোসেন মেকারের মেয়ে আনোয়ারা তার স্বামী শিপনের সঙ্গে অটোরিকশায় করে নিজ বাড়ি কালামপুর থেকে ধামরাই যাচ্ছিলেন। পথে ফুকুটিয়া এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস অটোরিকশার গতিরোধ করে। এ সময় অপহরণকারী জোরপূর্বক আনোয়ারাকে মাইক্রোবাসে তুলে নেওয়ার সময় স্বামী শিপন এক অপহরণকারীকে ধরে ফেলেন।

পরে মোবাইল ফোনের মাধ্যমে স্থানীয়দের বিষয়টি জানালে জয়পুরা এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে আনোয়ারাকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করা হয়।

এ সময় উত্তেজিত এলাকাবাসী ও আনোয়ারার স্বজনেরা তিন অপহরণকারীকে ব্যাপক গণপিটুনি দিয়ে মাইক্রোবাসহ তাদের পুলিশে সোপর্দ করেন।

আটক অপহরণকারীরা হলেন, নেত্রকোনার পূর্বধলা থানার শ্যামগঞ্জ গ্রামের সামসুল হকের ছেলে সিরাজুল ইসলাম (৩২), ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সুলতানপুর গ্রামের আবদুস সাত্তারের ছেলে রাজিব (২৫) ও সাভারের কবির হোসেন (২৮)।

ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(ওএস/এইচআর/আগস্ট ১৪, ২০১৪)