বান্দরবান প্রতিনিধি : বান্দবারনের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের কিল্লাখোলা চৌরাস্তা থেকে এক হাজার লিটার চোলাই মদসহ তিন পাচারকারীকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বটতল পাড়ার আবুল হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২৭), একই এলাকার মো. হাসান (৩০) ও মো. কামাল উদ্দিনের স্ত্রী রুমা আক্তার (২২)।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে চোলাই মদ বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে লামা আর্মি ক্যাম্প ইনচার্জ মো. এনামুল হকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল কিল্লাখোলা চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় তারা সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো এক হাজার লিটার মদসহ ওই তিনজনকে আটক করে।

এ বিষয়ে লামা আর্মি ক্যাম্প ইনচার্জ এনামুল হক বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই তিনজনকে লামা থানায় সোপর্দ করা হয়েছে।

লামা থানা পুলিশের ওসি মো. শাহ্ জাহান খান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

(ওএস/এইচআর/আগস্ট ১৪, ২০১৪)