স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জে ইজিবাইক অটো ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দু’জন।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল সাড়ে ৭টায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ার হাট প্রেট্রোল পাম্পের সামনে।

ঘটনাস্থলে নিহত দু’জন আব্দুর রশীদ (৬০) এবং আনজু আরা বেগম )৪২)। আর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়, বাসু দেব বর্মন (১৮)। নিহত বাসু দেব নবাবগঞ্জ উপজেলার ৪ নং শালকুড়িয়া ইউপি’র বেড়া মালিয়া গ্রামের ভুরাই বর্মনের ছেলে। ঘটনাস্থলে নিহত আব্দুর রশীদ নবাবগঞ্জ উপজেলার ৬ নং ভাদুরিয়া ইউপি’র রঞ্জয়ড়যর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে এবং আঞ্জু আরা বেগম একই উপজেলার ৫ নং পুটিমারা ইউপি’র নয়া পাড়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী।

আহতরা হলেন, ইজিবাইক অটো চালক আকতারুজামান (৩৫) ও যাত্রী ওমর ফারুক (৬০)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)অশোক কুমার চৌহান সড়ক দূর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর অভিমুখি একটি দ্রুতগামী মাল বোঝাই ট্রাক(দিনাজপুর-ট-১১-০১৫৭) এবং নবাবগঞ্জ অভিমুখি যাত্রী বোঝাই একটি ইজিবাইক অটো’র মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। ঘাতক ট্রাক ও ইজিবাইক অটো আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।

(এস/এসপি/জুলাই ১৮, ২০২০)