রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ার মধুমতি নদীর ভাঙ্গনে বিলীন প্রায় তিনশত বছরের ঐতিহ্যবাহী শিয়েরবর হাট-বাজার পার্শ্ববর্তী জেগে ওঠা চরে নতুন করে যাত্রা শুরু করেছে।

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইসমাইল হোসেন জাহিদের উদ্যোগে ইতোমধ্যে মধুমতি নদীর পাড়ে শিয়েরবর গ্রামের কানাবিল নামক চরে প্রায় ১০ একর জমিতে বালু ভরাট করে হাটের স্থান নির্ধারন করা হয়েছে। সপ্তাহে রবিবার ও বুধবার নতুন জায়গায় হাট বসবে।

হাটের নব যাত্রা উদ্বোধন উপলক্ষে শনিবার হাট চত্বরে বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক ব্যাংক কর্মকর্তা সৈয়দ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন, জেলা পরিষদের সদস্য রিয়াজ মাহমুদ মিশান, লোহাগড়া প্রেস ক্লাবের সভাপতি এ্যাড আব্দুস ছালাম খান, মুক্তিযোদ্ধা জসিমউদ্দিন জাবের, শিয়েরবর বাজার বনিক সমিতির সভাপতি মশিয়ার রহমান,প্রধান শিক্ষক আসাদুজ্জামান, ইউপি মেম্বর সাজ্জাদ হোসেন, নাইচ মিয়া, ইকলাচুর রহমান, মাসুম রেজা প্রমুখ।

সভায় উত্তর লোহাগড়ার সাতটি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের জন প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত হয়ে ঐতিহ্যবাহি শিয়েরবর হাট নতুন করে চালু করার প্রতি সমর্থন জানান। আগামী বুধবার পশুর হাটের মাধ্যমে শিয়েরবর হাট-বাজারের নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে।

(আরএম/এসপি/জুলাই ১৮, ২০২০)