ইন্দ্রজিৎ কুমার সাহা, কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডুবাইল এলাকায় বায়লা মালু (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার ভোরে তার মৃত্যু হয়।

পুলিশ সকালে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রবিবার রাতে সন্তানদের নিয়ে খাবার খেয়ে শুয়ে পড়েন

তার স্বামী পল্লাতমালু পেশায় একজন জেলে। তিনি ওই রাতে স্ত্রী ও সন্তানদের ঘরে রেখে পাশের বিলে মাছ ধরতে যান। সকালে ঘরের দরজা না খোলায় বায়লার শাশ্বড়ি ডাকতে গেলে ঘরে থেকে আট বছরের শিশু কন্যা পল্লবী দরজা খুলে বেরয়ে আসে। পরে তার শাশ্বড়ি ঘরে উকি দিয়ে দেখতে পান আড়ার সঙ্গে বায়লা মালু ঝুলে আছেন।

শাশুড়ির ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ মাটিতে নামায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ রবিবার সকালে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কালিয়াকৈর থানার উপ-পর্রিদশক (এসআই) মো. হালিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসলে হত্যা না আত্মহত্যা তা বলা যাবে। এ বিষয়ে রবিবার দুপুরে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(আইএস/এসপি/জুলাই ১৯, ২০২০)