গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশু শিক্ষার্থীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া বাই সাইকেলসহ হাতেনাতে আটক সুলতান নামে (১৯) এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। আটক সুলতান মিয়া (১৯) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পার সুন্দইল গ্রামের সাইদুল মিয়ার ছেলে।  সোমবার সকালে উপজেলার নাকাই ইউনিয়নের পোগইল শিমুলতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কুঠিপাড়া গ্রামের বাসিন্দা মাহবুবর রহমান জানান, তার ছেলে রাব্বানী (১০) প্রতিদিনের ন্যায় সোমবার সকাল ৮ টার দিকে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পোগইল নলেয়া স্লুইজ গেট এলাকায় ছিনতাইয়ের শিকার হয়। পরে বাইসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা সুলতানকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে শিমুলতলী বাজারের একটি আম গাছের সাথে রশি দিয়ে বেঁধে রাখে।

স্থানীয়রা জানান, এ খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পৌঁছার আগেই সুলতানের স্বজনরা তাকে নিয়ে সটকে পড়ে। থানার এস আই আরিফ জানান, সকাল পৌঁনে ৯টার দিকে সঙ্গীয় ফোসসহ পৌঁছার পর ঘটনাস্থলে সুলতানকে পাওয়া যায়নি। তবে এলাকার লোকজন তাকে পাগল হিসেবে আখ্যায়িত করায় বিষয়টি আইনের আওতায় নেওয়া হয়নি।

এদিকে, পার সুন্দইল গ্রামের লোকজন জানান, সুলতান একজন নেশাখোর। সে নেশার টাকা সংগ্রহ করতে মাঝে মধ্যেই বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড ঘটিয়ে থাকে।

(এসিআরডি/এসপি/জুলাই ২০, ২০২০)