রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। তার লাশ এলাকাবাসীরা দাফন না করায় কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের দাফন টিম এসে লাশ দাফন সম্পন্ন করেছে।

এলাকাবাসীরা জানান, উপজেলার রাজারহাট ইউনিয়নের কেন্দ্রা মৌজার মৃত আঃ রহমানের পুত্র জুলফিকার আলী ভূট্ট(৪৮) ১৫/১৬দিন আগে জ্বরে আক্রান্ত হয়। বেশকিছুদিন জ্বরে ভোগান্তির পর ১৯ জুলাই রবিবার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হতে গেলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই সোমবার রাতে মারা যায়। সেখানে তার করোনার নমূনা সংগ্রহ করে। কিন্তু তার রিপোর্ট এখানো আসে নাই।

২১ জুলাই মঙ্গলবার সকালে লাশ বাড়ীতে নিয়ে আসলে এলাকাবাসীরা কেউ তার লাশ দাফন না করায় কুড়িগ্রাম ইসলামিক ফাউন্ডেশনের একটি দাফন টিম এসে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করে। বিষয়টি ওই এলাকার ইউপি সদস্য বিপ্লব আলী নিশ্চিত করেছেন।

তবে উপজেলা ইউএইচএফ ডাঃ শাহীনুর রহমান সরদার বলেন, বিষয়টি শুনে টিম পাঠানো হয়েছে। তবে তার করোনা আক্রান্ত আছে ছিল কিনা জানা নাই।

(পিএস/এসপি/জুলাই ২১, ২০২০)