গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ‘মাছের উৎপাদন বৃদ্ধি করি, সুখী সম্বৃদ্ধ দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (২১ জুলাই) মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের দ্বীপ পকুরে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহম্মেদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মোজাম্মেল হোসেন ভুইয়া, খামার ব্যবস্থাপক শামীমা সুলতানা, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা এসএম সুলতান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভিন, চিত্র নায়িকা জ্যোতিকা জ্যোতি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান গোলাপ প্রমুখ।

(ওএস/এসপি/জুলাই ২১, ২০২০)