বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৩, রামপালে ১১, মোল্লাহাট ৯, চিতলমারী ৫, কচুয়ায় ২, ফকিরহাটে ১ ও মোংলা উপজেলায় ১ জন। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭৫ জনে। এরমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৯২ জন সুস্থ্য হয়েছেন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। বাগেরহাট স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় গত একদিনে নতুন করে আরো ৪২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করোনা আক্রান্তদের বাড়ীতে ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। এসব করোনা আক্রান্তদের পরিবারের সদস্য ও সংর্স্পশে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

(এসএকে/এসপি/জুলাই ২২, ২০২০)