পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে জলদস্যুতার অভিযোগে ২ ব্যক্তি কে আটক করেছে বলে দাবী তাদের।

এ ঘটনায় কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান কোস্টগার্ড। কোস্টগার্ডের দেয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, পাথরঘাটার একটি জঙ্গলে গোপনে জলদস্যুরা সংগঠিত হওয়ার নির্ভরযোগ্য খবরে তাৎক্ষনিক অভিযানে যায় কোস্টগার্ড । যথারীতি জলদস্যু রিপন বাহিনীর সাথে কোষ্টগার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় কোস্টগার্ডের কথিত "রিপন বাহিনীর" দুই সদস্যকে আটক করে বলে দাবী করে দক্ষিণ স্টেশন কোষ্টগার্ড পাথরঘাটা। ঘটনা স্থল থেকে ২টি বন্ধুক,৬ রাউন্ড গোলাবারুদ ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের মহাসিনের ছেলে রিয়াজ (২৩) ও ওই গ্রামের মন্নানের ছেলে রাজু(২৫)।

পাথরঘাটা কোষ্টগার্ড কমান্ডার লেঃ মেহেদী হাসান বলেন, ৬৫ দিনের মৎস্য অবরোধ শেষে সাগরে যখন জেলেরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল তখনই বিভিন্ন এলাকা থেকে আসা ৮/১০ জন জলদস্যু পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চলের ভিতরে একত্রিত হয়ে গোপন বৈঠকের পরিকল্পনা করছে মর্মে আমাদের কাছে তথ্য আসে। আমরা বিষয়টি আমলে নিয়ে রাত নয়টার দিকে ঝূকি নিয়ে হরিণঘাটা বনাঞ্চলে ভিতরে প্রবেশ করি। আমাদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। আমরাও পাল্টা গুলি ছোড়ি। তখন উভয় পক্ষের প্রায় ১৪-১৫ রাউন্ড গুলি ছোঁড়া হয়। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে দস্যু বাহিনীর সদস্যরা পালাতে চেষ্টা করে। এ সময় আমরা দুজনকে আটক করতে সক্ষম হই। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা জঙ্গলের ভিতর তল্লাশি করে ২টি অস্ত্র, ৬ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করি। আটককৃত জলদস্যুরা রিপন বাহীনির সদস্য।

(এটি/এসপি/জুলাই ২৩, ২০২০)