সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : যথাযোগ্য মর্জাদায় মুক্তিযুদ্ধের মহা নায়ক বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী , কাপাসিয়ার উজ্জল রক্ষত্র শহীদ বঙ্গতাজ তাজউদ্দীনের ৯৫তম জন্মবাষিকী  আজ বৃহস্পতিবার পালিত হয়েছে। সকালে কাপাসিয়া উপজেলা প্রশাসন, আাওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ , অগ্নসংগঠন ও কাপাসিয়ার সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গাতাজের মুরালে শ্রদ্ধানিবেন ও পুস্পস্তবক অর্পন করেন।

পরে কাপাসিয়া আওয়ামীলীগ কার্যলয়ে আলোচনা সভা , মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো. আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রওশান আরা, আওয়ামীলীগের সদস্য মো. মুজিবুর রহমান,উপজেলা যুবলীগের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজিব ঘোষ, ছাত্রলীগের সভাপতি আবদুল কাইউম, মাহমুদুল আল মামুন প্রমুখ।

(এসডি/এসপি/জুলাই ২৩, ২০২০)