রংপুরে ভুয়া চিকিৎসকের ৩ মাসের সশ্রম কারাদণ্ড
মানিক সরকার মানিক, রংপুর : রংপুরে রফিকুল ইসলাম নামের এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে ওই ভুয়া চিকিৎসকের অনুমোদনহীন ‘সেবা হাসপাতাল’ নামের এক ক্লিনিকে সিলগালা করে দিয়েছে ওই আদালত। বৃহস্পতিবার বিকেলে মহানগরীর মেডিক্যাল মোড় এলাকায় র্যাবের সহায়তায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, সাজাপ্রাপ্ত রফিকুল ইসলাম নিজেকে একজন এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে মহানগরীর মেডিক্যাল মোড়ে সেবা হাসপাতাল নামে একটি ক্লিনিক খুলে বেশ কিছুদিন থেকে সেখানে রোগিদের ভুয়া চিকিৎসা সেবার নামে প্রতারণা করে আসছিলেন। চিকিৎসক না হয়েও তিনি নিজে রোগি দেখে প্রেসক্রিপশন দিয়ে আসছিলেন।
অভিযানকালে ওই চিকিৎসক নিজের এবং তার প্রতিষ্ঠানের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি। এমনকি সেখানে অন্য কোন চিকিৎসককেও পাননি ওই ম্যাজিষ্ট্রেট। হাসপাতালে অপারেশন থিয়েটার নামে একটি কক্ষ থাকলেও সেটিকে কোনভাবেই অপারেশন থিয়েটার বলা চলে না জানান তিনি। এসব কিছু বিবেচনায় তাকে এই কারাদন্ড এবং জরিমানা করা হয়। এ সময় তার সাথে ছিলেন র্যাবের কোম্পানি কমান্ডার হাফিজুর রহমানসহ অন্যান্য র্যাব সদস্যরা।
(এমএস/এসপি/জুলাই ২৩, ২০২০)