জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ি ইউনিয়নের নাদাগাড়ী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে নতুন করে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে উপজেলা সদরের সাথে ওই ১০ টি গ্রামের সড়ক যোগাযোগ। তৃতীয় দফার বন্যায় যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় আজ শুক্রবার (২৪ জুলাই) ভোরে ওই বাঁধের ১০০ ফুট অংশ ধসে যায়। 

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে যাওয়ায় প্রবল পানির তোড়ে ভেসে গেছে বাঁধের আশেপাশে থাকা অন্ততঃ ৫০ টি কাঁচা-পাকা বাড়িঘর। বাঁধের এ ভাঙা অংশ দিয়ে হু হু করে পানির প্রবেশ করায় অপেক্ষাকৃত উঁচু ও ডাঙা এলাকা প্লাবিত হবার আশঙ্কা করছেন স্থানীয়রা।

শুক্রবার সকালে বাঁধ এলাকা পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, রাতে যমুনা নদীর পানি বেড়ে গেলে ভোরে বন্যা নিয়ন্তণ বাঁধের ১০০ ফুট অংশ ভেঙে যায়। এতে নতুন করে নাদাগাড়ী, সুখনগরী, দ্বীপচর, খিলকাটি, বেড়া, গোলাবাড়ি, চর গোলাবাড়ি, পলিশা, তারতাপাড়া, ফুলজোড়সহ ১০ টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া প্রবল পানির স্রোতে বাঁধের আশেপাশের এলাকার ৫০টি কাঁচা-পাকা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

(আরআর/এসপি/জুলাই ২৪, ২০২০)