রংপুরে আল্লাহ’র দলের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার
স্টাফ রিপোর্টার, রংপুর : রংপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল্লাহ’র দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাবের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট পৌর এলাকার বাগেরহাট বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা সিদ্দিক হোসেন। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জঙ্গীবাদী বইপত্র, লিফলেট, মোবাইল সীম উদ্ধার করা হয় বলেও জানান ওই কর্মকর্তা।
গ্রেফতারকৃতরা হলো, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ফুলহার এলাকার বিপ্লব হোসেন (৩৩), একই এলাকার মওলা মিয়া (৩০) এবং বুজরুক বোয়ালিয়া মধ্যপাড়ার নুর মোহাম্মদ ওরফে তোফায়েল আলম ওরফে শিমু (৩২)। এদের মধ্যে বিপ্লব ও মওলা ক্ষুদ্র ব্যবসায়ী এবং নুর মোহাম্মদ চাকুরিজীবী। তারা সকলেই আল্লাহ’র দলের নেতা মতিন মেহেদী ওরফে মতিউল ইসলাম ওরফে মতিনুল ইসলাম ওরফে মতিনুল হক মন্ডলের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধওে সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে কাজ করছিল। তারা প্রত্যেকেই নিয়মিত দলের চাঁদা প্রদানসহ ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সদস্য সংগ্রহ করে আসছিলেন বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।
(এমএস/এসপি/জুলাই ২৫, ২০২০)