সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : ঘরে ঘরে জাগ্রত করতে হবে মুক্তিযুদ্ধের চেতনা। এই স্লোগানকে সামনে রেখে ২০০১ সালের ৭ মার্চ গঠিত হয় ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ কেন্দ্রীয় কমিটি। 

কেন্দ্রীয় কমিটি ৭১ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ কেন্দুয়া উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী আহবায়ক কমিটি গঠন করে। এতে অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ নূরুন্নবি ভূঞাকে আহবায়ক ও অমর ফারুককে সদস্য সচিব নিযুক্ত করা হয়।

কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সরদার গোলাম মোস্তফার নেতৃত্বে ঘরে ঘরে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার লক্ষ্যে এই কমিটিকে অনুমোদন দেয়া হয়েছে।

নবগঠিত কমিটির আহবায়ক মোঃ নূরুন্নবি ভূঞা জানান, মুক্তিযুদ্ধের চেতনাকে ঘরে ঘরে পৌছে দিতে আমরা প্রতিটি ইউনিয়নে এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠন করব। এই কমিটির মাধ্যমেই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ করা হবে।

(এসবি/এসপি/জুলাই ২৭, ২০২০)