টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল পৌরসভার চারজন কাউন্সিলর এবং ১৪ জন কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯-এ আক্রান্ত। এছাড়া উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষার জন্য আরও ৩০ জন নমুনা দিয়েছেন। এ পরিস্থিতিতে জরুরি সেবা ছাড়া সব কার্যক্রম বন্ধ রেখেছে পৌর কর্তৃপক্ষ।

পৌরসভা সূত্রে জানা যায়, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেলের সোমবার(২৭ জুলাই) করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান এবং ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহেল ওয়ারেস কোভিড-১৯-এ আক্রান্ত হন। এছাড়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা বিষ্ণুপদ সরকার, বাজার পরিদর্শক আনন্দ চক্রবর্তী, কনজারভেন্সির পরিদর্শক আনিসুর রহমানসহ ১৪ জন কর্মকর্তা ও কর্মচারী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পৌরসভার সহকারী প্রকৌশলী শিব্বির আহমেদ আজমী বলেন, কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আরও ৩০ জনের মধ্যে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে। তাঁরা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। অনেকে আইসোলেশনে রয়েছেন।

মাত্র কয়েক দিনের ব্যবধানে পৌরসভার এত বেশি সংখ্যক কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হওয়ায় এবং উপসর্গ দেখা দেওয়ায় পৌরসভার সব কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষও বিশেষ প্রয়োজন ছাড়া পৌরসভায় যাচ্ছেন না।

পৌর মেয়র জামিলুর রহমান মিরন বলেন, কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা করোনায় আক্রান্ত হওয়ায় পৌরসভার জরুরি সেবা (বিদ্যুৎ, পানি সরবরাহ ও আবর্জনা ব্যবস্থাপনা কার্যক্রম) ছাড়া অন্য সব কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখা হয়েছে।

(আরকেপি/এসপি/জুলাই ২৮, ২০২০)