বিবেক হীনতা

কিছু মানুষের বিবেক কেনো
শূন্য হয়ে গেলো,
যার জন্য সমাজ আজ
হচ্ছে শুধু কালো।

অনৈতিক অসৎ পথ
অবলম্বন করে,
হর হামেশা অন্যায় ভাবে
টাকার পাহাড় গড়ে।

পায় না খেতে গরীব দুঃখী
কষ্টেই দিন কাটে,
অসৎ লোকে আয়েশ করে
দেশের সম্পদ লুটে।

হররোজ নৈতিকতার
হচ্ছে অবক্ষয়,
কালো টাকার ছড়াছড়ি
নেই যে কোনো ভয়।

দুর্নীতি করে পার পায়
ক্ষমতার জোরে,
ভালো মানুষের নেই মান
নীরব থাকে ঘরে।

অন্যায় করে যদি কেউ
না পায় সাজা,
বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়
করে শুধু মজা।