সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : রূপালী ব্যাংক কেন্দুয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ খায়রুল ইসলাম ও পূবালী ব্যাংক মদন উপজেলা শাখার ব্যবস্থাপক মোঃ আমিনুল হক ব্যাংকের সকল গ্রহীতা সহ লেনদেনকারী সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পবিত্র ঈদ-উল আযহার আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তারা পৃথক পৃথক শুভেচ্ছাবার্তায় বলেন, ঈদ-উল আযহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকল মানব জাতির।

তারা বলেন, আসুন ঈদ উপলক্ষে ধনী গরিবের সকল ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধেকাঁধ মিলিয়ে করোনা দূর্যোগকালে সরকারের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপন করি। কোন প্রতিবেশী যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন সে দিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তারা।

অপর দিকে কেন্দুয়া উপজেলা নির্র্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন ও একই কার্যালয়ের অফিস সুপার কেন্দুয়া কর্মচারী কল্যান সমিতির সাবেক সভাপতি মোঃ নাজিম উদ্দিনও সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অনুরূপ বার্তা প্রেরণ করেন।

তারা বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। করোনা ও বন্যার কবলে পরে ক্ষতিগ্রস্থ মানুষ যাতে প্রতিবেশীদের সহায়তা নিয়ে ঈদ উদযাপন করতে পারে সে দিকে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান।

একই সঙ্গে তারা আরো বলেন, উপজেলা প্রশাসনের আয়োজনে ইতিমধ্যে দেড় হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ত্রাণ সহায়তা সবার নিকট পৌঁছে দেয়া হয়েছে। তারা সুষ্ঠু ভাবে ঈদ উদযাপনের জন্য সকলের কল্যান কামনা করেন।

(এসবি/এসপি/জুলাই ৩০, ২০২০)